ঢাকা | বঙ্গাব্দ

নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

রূপগঞ্জের বালু নদীতে ডুবে যাওয়া সৃজন সাহার মরদেহ উদ্ধার

রূপগঞ্জ, ১৭ জুন: নরসিংদীর সৃজন সাহা (২৮), যিনি রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন, তিন দিন পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।


গোসলের ভিডিও করার সময়ই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানার কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। তিনি গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছিলেন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় সৃজন সাহা তার নানাবাড়িতে বেড়াতে এসে বালু নদীতে গোসল করতে নামেন। এ সময় তার ছোটভাই সূর্য সাহা মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করছিল। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যান।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন দিন ধরে অভিযান চালায় এবং অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স