ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাতক্ষীরার শ্যামনগরে দুই বনদস্যু আটক: স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের কাছে হস্তান্তর

সাতক্ষীরা, ১৭ জুন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে দুই বনদস্যুকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল সোমবার (১৬ জুন) রাতে যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)


স্থানীয়দের হাতে ধরা, পরে পুলিশে সোপর্দ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৫-৭ জন অপরিচিত ব্যক্তি যতীন্দ্রনগর বাজারে আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা বিভ্রান্তিকর উত্তর দিলে পালানোর চেষ্টা করে। জনতা তাদের ধাওয়া করে দিদারুলকে ধরে ফেলে। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনগণ তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পরবর্তীতে, মীরগাং এলাকা থেকে নজির গাজীকেও আটক করে স্থানীয় জনতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই চক্রের নৌকা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।


সুন্দরবনের 'জোনাব বাহিনী'র সদস্য, জেলেদের মুক্তিপণ আদায়ে জড়িত

জিজ্ঞাসাবাদে নজির গাজী জানান, তিনি সুন্দরবনের 'জোনাব বাহিনী'র সদস্যদের লোকালয়ে আনা-নেওয়ার কাজ করেন। ১০ হাজার টাকার বিনিময়ে জোনাব বাহিনীর দুই সদস্যকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

অন্যদিকে, দিদারুল জানান যে তিনি নজির গাজীর অধীনে শ্রমিক হিসেবে কাজ করেন এবং তারা সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স