ঢাকা | বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক: সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা

ঢাকা, ১৭ জুন: বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ

এই বৈঠকে বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক, ভবিষ্যৎ বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৬ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স