ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলা: ৩ কর্মী নিহত, 'যুদ্ধাপরাধ' আখ্যা তেহরানের
তেহরান, ১৭ জুন: ইসরায়েলি হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ে তিন জন কর্মী নিহত হয়েছেন। হামলার একদিন পর চ্যানেলটি নিজেই এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
চ্যানেলটি জানায়, গতকাল সোমবার (১৬ জুন) ইসরায়েলের হামলায় টেলিভিশনের তিনজন কর্মী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
সরাসরি সম্প্রচারে আতঙ্কের চিত্র, উপস্থাপিকা স্টুডিও ছাড়েন
লাইভ সম্প্রচারের সময় দেখা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল সরাসরি টেলিভিশন ভবনে আঘাত হানে। এ সময় পুরো কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একজন উপস্থাপিকাকে স্টুডিও ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই এই হামলাকে 'ন্যাক্কারজনক' আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, "এটি একটি যুদ্ধাপরাধ এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এক নম্বর হত্যাকারী হচ্ছে ইসরায়েল।"