'জুলাই শহীদ' ও 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি: কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ জারি করলো সরকার
ঢাকা, ১৭ জুন: গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আন্দোলনে আহতদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার এবং আন্দোলনে আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫' জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) এই অধ্যাদেশ জারি করা হয়।
'জুলাই শহীদ' ও 'জুলাই যোদ্ধা'র স্বীকৃতি
অধ্যাদেশে নিহত-আহতদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। 'গণঅভ্যুত্থানে শহীদ' হিসেবে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের 'জুলাই শহীদ' এবং আন্দোলনে আহত ব্যক্তিদের 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা, ইতিহাস সংরক্ষণ এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মাধ্যমে জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমকে আইনি ভিত্তি দেওয়া হলো।
প্রতারণার কঠোর শাস্তি, গেজেটভুক্ত ৮৩৪ শহীদের তালিকা
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তা এই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে।
এছাড়া, অধ্যাদেশে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের জন্য দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, অথবা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।