ঢাকা | বঙ্গাব্দ

আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত, তবে এখনই হত্যা নয়: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির অবস্থান শনাক্তের দাবি ট্রাম্পের: 'হত্যা করব না, অন্তত এখনই নয়'

ওয়াশিংটন ডি.সি., ১৭ জুন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করতে পেরেছেন। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "খামেনিকে আমরা হত্যা করব না, অন্তত এখনই (হত্যা) নয়।" এই তথ্য জানিয়েছে আল জাজিরা।


ট্রাম্পের সতর্কবার্তা: 'ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে', 'নিঃশর্ত আত্মসমর্পণ'

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, "খামেনি সহজ লক্ষ্য, তবে তিনি যেখানে রয়েছেন সেখানে নিরাপদ।" তিনি বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করার বিষয়ে সতর্ক করে বলেন, "আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।" অপর একটি পোস্টে তিনি কেবল লেখেন, "নিঃশর্ত আত্মসমর্পণ।"

তবে ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।


'ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে' এবং তেহরানে ইসরায়েলি হামলা

এর আগে আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, "ইরানের আকাশসীমার ওপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দেশটির কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সেগুলোর সাথে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না।"

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি, তবে ট্রাম্পের পোস্টে 'আমরা' বলতে কাদের বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এক পোস্টে তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল। তবে ঠিক কী কারণে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছিলেন, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স