ইসরায়েল-ইরান সংঘাত তীব্র: ২৪ ঘণ্টায় ৯ দফা ইরানি হামলা, তেহরানে নতুন করে মৃতের সংখ্যা বৃদ্ধি
তেহরান/তেল আবিব, ১৮ জুন: ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার ভোরেও দু'দফায় ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।
ইসরায়েলে ইরানি হামলা: তেল আবিব, হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তু
এর আগে, গতকাল সকালে ইরান একযোগে ৩০টি মিসাইল নিক্ষেপ করে। এরপর নিয়মিত বিরতিতে আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস) ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব, বন্দর নগরী হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি কার্যালয়েও হামলার খবর শোনা যাচ্ছে।
ইরানে ইসরায়েলি অভিযান অব্যাহত, বাড়ছে মানবিক সংকট
অপরদিকে, ইরানজুড়েও তেল আবিবের আগ্রাসী অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা ইরানের প্রায় দু'শটি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংস করে দিয়েছে।
এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, চলমান ইসরায়েলি অভিযানে ইরানে কমপক্ষে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।