ঢাকা | বঙ্গাব্দ

কারাগারে গাঁজা নিয়ে প্রবেশ, আটক কারারক্ষী শ্রীঘরে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

নীলফামারী জেলা কারাগারে মাদকসহ কারারক্ষী আটক, গাঁজা উদ্ধারের পর বরখাস্ত

নীলফামারী, ১৮ জুন: নীলফামারী জেলা কারাগারে দায়িত্বে যোগ দিতে প্রবেশের সময় মাদকসহ এক কারারক্ষীকে আটক করেছে অন্য কারারক্ষীরা। এই ঘটনায় গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করে তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করেছে।

আটককৃত কারারক্ষীর নাম সালমান শাহ। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।


প্যান্টের ভেতর টাইস থেকে গাঁজা উদ্ধার

কারা কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৬ জুন) রাত ৩টায় ডিউটিতে ঢোকার সময় কারাগারের মূল ফটকে তল্লাশি চালানো হয়। এ সময় কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর পরিহিত টাইস থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করেন দায়িত্বরত অন্য তিন কারারক্ষী।


সাময়িক বরখাস্ত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, এই ঘটনা কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থী এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। তাই কারারক্ষী সালমান শাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে, আটক এই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ নিশ্চিত করেছেন যে, কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স