ঢাকা | বঙ্গাব্দ

দ্য ব্যাটেল বিগিন্স: আয়াতুল্লাহ খামেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েও আপোসহীন খামেনি: ইসরায়েলের প্রতি 'যুদ্ধ শুরু হলো' বার্তা

তেহরান, ১৮ জুন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মৃত্যু পরোয়ানার হুমকি মাথায় নিয়েও ইসরায়েলের সাথে কোনো আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি 'যুদ্ধ শুরু হলো'—এমন বার্তা দিয়ে ইসরায়েলের প্রতি সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে এই প্রথমবার মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।


ইসরায়েলি হুমকি সত্ত্বেও অকুতোভয় খামেনি

ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এ একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফ থেকে তিনি অনবরত হত্যার হুমকি পাচ্ছেন। তবুও অকুতোভয় রয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

দু'দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছিলেন, খামেনির মৃত্যু হলেই এই সংঘাতের অবসান হবে। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দেন যে, ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে।

যুক্তরাষ্ট্রের তরফ থেকেও হুমকি এসেছে। ডোনাল্ড ট্রাম্প জানান যে, তারা খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন। তিনি এখনই খামেনিকে হত্যা করবেন না বললেও মন্তব্য করেন যে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।


ইতিহাসের পাতায় খামেনির লড়াইয়ের প্রত্যয়

ক্রমবর্ধমান এসব হুমকি-ধমকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি একের পর এক বার্তা পোস্ট করেন তার এক্স হ্যান্ডলে।

তিনি ইসরায়েলিদের সাথে কখনওই আপোস করবেন না জানিয়ে পোস্ট দেন। একইসাথে ইসরায়েলিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান।

আরেক পোস্টে খামেনি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)-কে স্মরণ করেন, যিনি 'হায়দার' নামেও পরিচিত। খামেনি বলেন, "সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার-জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলি।" আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিল খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর ওই অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলি (রা.)।

একটি পোস্টে 'সুরক্ষিত এক শহর আক্রান্ত'—এমন একটি ছবিও জুড়ে দেন খামেনি। অন্য এক পোস্টে তিনি কুরআনের আয়াত তুলে ধরে প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইসলামিক রিপাবলিক ইসরায়েলিদের বিরুদ্ধে জয়ী হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স