ঢাকা | বঙ্গাব্দ

তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

শাকিব খানের 'তাণ্ডব' সিনেমা পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেফতার

নোয়াখালী, ১৮ জুন: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার (১৭ জুন) বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।


ডিবি'র অভিযানে ধরা পড়লো ১ নম্বর আসামি

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের একটি মামলার এজাহারনামায় টিপু সুলতান ছিলেন ১ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ডিবি'র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, টিপু সুলতান অবৈধভাবে 'তাণ্ডব' সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন।


টিপু সুলতানের স্বীকারোক্তি, চক্রের সন্ধান

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, "পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র।"

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির 'তাণ্ডব' সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা লাভ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স