শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর বিদায় ১৪৮ রানে, মুশফিক অবিচল ১১৯* রানে
গল, ১৮ জুন: মুশফিকুর রহিমের কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা জাগিয়েও তা পূরণ করতে পারেননি বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রান করে আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার বিদায়ের সঙ্গে ভেঙে গেছে ২৬৪ রানের দুর্দান্ত চতুর্থ উইকেট জুটিটি।
২৭৯ বল মোকাবেলা করে শান্তর ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল।
তবে, উইকেটে অবিচল রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ইতোমধ্যে ১১৯ রানে অপরাজিত আছেন তিনি। শান্তর বিদায়ের পর নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন মুশফিক।
চতুর্থ দিনে বাংলাদেশের সংগ্রহ ৩২৬/৪
চতুর্থ দিনের সকালের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩২৬ রান।
এর আগে, মুশফিক ও শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশ ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিন তারা দুজন ২৪৭ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি গড়ে খেলা শুরু করেন।
গলের ধীরগতির উইকেট দ্বিতীয় দিন থেকেই আরও কঠিন হয়ে উঠবে—এমন পূর্বাভাসে বাংলাদেশ এই ইনিংসেই একটি বড় স্কোর গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে।