ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও রণতরীর অবস্থান পরিবর্তন: যুদ্ধে জড়ানোর শঙ্কা
লন্ডন/ম্যানামা, ১৮ জুন: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই পূর্ব ইংল্যান্ডের ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্রের অন্তত চারটি যুদ্ধবিমান। এতে করে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসির।
একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, রয়্যাল এয়ার ফোর্স (RAF) লেকেনহিথ ঘাঁটি থেকে কয়েকটি এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে। এর সঙ্গে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাংকার বিমানও ছিল।
বাহরাইন ঘাঁটি ছাড়লো পঞ্চম নৌবহরের সব যুদ্ধজাহাজ
অন্যদিকে, বাহরাইনের মার্কিন ঘাঁটি থেকেও ছেড়ে গেছে পঞ্চম নৌবহরের সব যুদ্ধজাহাজ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। মঙ্গলবার (১৭ জুন) তোলা ছবি যাচাই করে গণমাধ্যমটি জানায়, ঘাঁটির সদর দপ্তরে আর একটি যুদ্ধজাহাজও নোঙর করা নেই; মেইন ডক খালি পড়ে আছে। তবে যুদ্ধজাহাজগুলো কোথায় গেছে বা এই অবস্থানের পরিবর্তনের বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এই সামরিক সরঞ্জামাদির অবস্থান পরিবর্তন ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।