'উপদেষ্টা আসিফ মাহমুদ মূর্খ': মেয়র হিসেবে শপথের দাবিতে ইশরাক হোসেনের কড়া মন্তব্য
ঢাকা, ১৮ জুন: মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রমাগত মিথ্যাচার করছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে 'মূর্খ' বলেও অভিহিত করেছেন।
আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
'আইনি জটিলতার অজুহাত ভিত্তিহীন, আদালতের আদেশ মানছে না সরকার'
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, "এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি।"
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও, তারা এখনও আদালতের আদেশ মানছে না এবং এই আন্দোলনকেও আমলে নিচ্ছে না। ইশরাকের অভিযোগ, দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাচ্ছে না।
আন্দোলন ঘিরে এক সেকেন্ডের জন্যও কোনো জরুরি সেবা বন্ধ হয়নি দাবি করে তিনি বলেন, "আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়, তারপরও কোনো যৌক্তিক সমাধান এনে দেয়নি বর্তমান সরকার।"
'ক্রিমিনাল অফেন্সের অভিযোগ ভয় পাই না, শিশু উপদেষ্টার সাথে কথা বলা অপমানজনক'
সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ ইশরাক হোসেনের বিরুদ্ধে 'ক্রিমিনাল অফেন্সের' অভিযোগ তুলেছিলেন। এ প্রসঙ্গে ইশরাক বলেন, "গতকাল রাতে খবরে দেখলাম, উপদেষ্টা বলেছেন ফৌজদারি অপরাধ করেছি, তাহলে সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার করতে নির্দেশ দিচ্ছেন না? আমরা এসব ভয় পাই না।"
তিনি আরও বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন তার মতো এমন শিশু উপদেষ্টার সঙ্গে কথা বলাও আমাদের জন্য অপমানজনক।"
বক্তব্য শেষে ইশরাক হোসেন দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন।