ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

হত্যাসহ ৭ মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর, চকরিয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভ

কক্সবাজার, ১৮ জুন: কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে হত্যাসহ ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত। আজ বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই রায় দেন।

চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


কড়া নিরাপত্তায় আদালতে হাজির, বর্তমানে থানা হেফাজতে

এর আগে, জাফর আলমকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে তাকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।


ফাসির দাবিতে বিএনপি, মুক্তির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ

এদিকে, জাফর আলমকে আদালতে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, "আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী খুন হয়েছে। আমরা এমপি জাফরের ফাঁসি চাই।" সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

অন্যদিকে, তার মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও একটি বিক্ষোভ মিছিল বের করে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স