জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি
তেহরান, ১৮ জুন: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আজ বুধবার (১৮ জুন) আর কিছুক্ষণের মধ্যে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আলজাজিরা।
গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এটিই হবে খামেনির প্রথম প্রকাশ্যে বক্তব্য।
ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি: 'কোনো ছাড় দেব না'
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে খামেনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, "আমাদের অবশ্যই (ইসরায়েলের) সন্ত্রাসী ও জায়নবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের কোনো ছাড় দেব না।"
ইসরায়েলি হামলা ও ইরানের পাল্টা আঘাত
গত সপ্তাহে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও এই হামলায় আক্রান্ত হয়।
এর প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।