ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার ফোনে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিলো জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের অংশগ্রহণ: 'যৌথ বিবৃতি' নিয়ে আপত্তির কথা জানালেন নায়েবে আমির

ঢাকা, ১৮ জুন: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই আলোচনায় অংশ নেন। আজ বুধবার (১৮ জুন) বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।


প্রতীকী প্রতিবাদ ও নিরপেক্ষতার আশ্বাস

বৈঠক শেষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালের বৈঠকে আমরা আসিনি। পরে প্রধান উপদেষ্টা জামায়াত আমীরের সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করেছেন।"


ইউনূস-তারেক বৈঠককে স্বাগত জানালেও যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের

তিনি আরও বলেন, জামায়াত লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না এবং আলোচনার মাধ্যমে তা পরিবর্তন হতে পারতো। তবে তার মূল আপত্তি ছিল প্রধান উপদেষ্টা একটি দলের (বিএনপিকে ইঙ্গিত করে) সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন, যা 'পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন'। এতে অন্যান্য রাজনৈতিক দলও বিব্রত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেন, বিএনপিকে নিয়ে নয়, যৌথ বিবৃতি ও ব্রিফিং নিয়েই জামায়াতের আপত্তি।

তিনি এ সময় জানান, দুই-একটি দল ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারের বৈঠকে জামায়াত ইসলামীর প্রতিনিধির জন্য আধা ঘণ্টা অপেক্ষা করার পর সভা শুরু হয়। পরে দলটিকে ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স