ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মার্কিন নাগরিকদের সহায়তায় বিশেষ টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন ডি.সি., ১৮ জুন: ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে নিজ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
২৪ ঘণ্টা কাজ করছে টাস্কফোর্স, সরাসরি উদ্ধারের পরিকল্পনা নেই
জানা গেছে, কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে এই টাস্কফোর্স ২৪ ঘণ্টা কাজ করছে। যারা দেশে ফিরতে ইচ্ছুক, এমন মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দাদের তারা প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিচ্ছে।
তবে, এখন পর্যন্ত কতজন নাগরিক এই বিশেষ টিমের সহায়তা নিয়েছেন, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো তথ্য জানায়নি। উল্লেখ্য, এই টাস্কফোর্স তথ্যগত সহায়তা দিলেও, মার্কিন প্রশাসন সরাসরি নাগরিকদের উদ্ধারের কোনো পরিকল্পনা এখনও হাতে নেয়নি।
বর্তমানে শুধু ইসরায়েলেই যুক্তরাষ্ট্রের প্রায় ৭ লাখ নাগরিক বসবাস করছেন। এছাড়া, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কয়েক হাজার মার্কিনি রয়েছেন।