ইসরায়েলি হামলার পরও ইরানের পরমাণু স্থাপনা 'ভালো অবস্থায়', কার্যক্রম অক্ষুণ্ণ: মোহাম্মদ ইসলামি
তেহরান, ১৮ জুন: ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পরও দেশটির সব পরমাণু স্থাপনা ভালো অবস্থায় রয়েছে এবং পরমাণু কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবরটি নিশ্চিত করেছে তাসনিম নিউজ এজেন্সি।
মনোবল অটুট, শত্রুদের সামরিক হামলা ব্যর্থ হবে: ইসলামি
পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, তার কর্মীরা মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, "ইরানি জাতি কখনও কোনো শক্তির কাছে মাথানত করেনি। তাই সামরিক হামলা চালিয়ে শত্রুরা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।"
গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় বহু সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। এ সময় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তবে মোহাম্মদ ইসলামির দাবি, বর্তমানে প্রতিটি পরমাণু স্থাপনা নিরাপদ ও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।