ইসরায়েলকে কঠোর শাস্তি পেতে হবে: জাতির উদ্দেশে খামেনির ভাষণ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি
তেহরান, ১৮ জুন: ইসরায়েল ইরানে হামলা করে 'বড় ধরনের ভুল' করেছে এবং এর জন্য তাদের 'শাস্তি পেতেই হবে' বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আজ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশটির মেহর নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
'শহীদদের রক্ত' ও হুমকির কাছে মাথানত নয় ইরান
খামেনি আরও বলেন, 'শহীদদের রক্ত' এবং তাদের ভূখণ্ডে হামলার কথা জনগণ কখনোই ভুলে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, "যারা ইরানের ইতিহাস জানে, তারা ভালো করেই জানে—ইরানিরা হুমকির ভাষায় সাড়া দেয় না।"
তিনি স্পষ্ট করে জানান, কারো জোর করে চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ ইরান মেনে নেবে না।
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা: 'হামলার পরিণতি হবে ভয়াবহ ও অপূরণীয়'
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে খামেনি বলেন, তাদের জানা উচিত—ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তার পরিণতি হবে 'ভয়াবহ ও অপূরণীয়'। তাসনিম নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, আয়াতুল্লাহ আল খামেনির এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়। তার জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য একজন নারী উপস্থাপিকা পড়ে শোনান।
চলমান সংঘাত ও খামেনির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এটিই ছিল জাতির উদ্দেশে খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে বলেছিলেন, "আমাদের অবশ্যই (ইসরায়েলের) সন্ত্রাসী ও জায়নবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের কোনো ছাড় দেব না।"
গত সপ্তাহে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও এই হামলায় আক্রান্ত হয়।
জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।