ঢাকা | বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন:

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ১৮ জুন: আগামী নভেম্বর মাসের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটন ও বিএসআরএম’র দেওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


শিশুশ্রম নিয়ে উদ্বেগ ও অভিভাবকদের প্রতি আহ্বান

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে, যার মধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এ সময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের জোর করে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে।


এশিয়া-প্যাসিফিক গ্রুপের সমন্বয়কের দায়িত্বে বাংলাদেশ

তিনি আরও জানান, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাপানের কাছ থেকে এক বছরের জন্য এই দায়িত্ব নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটনের দেওয়া ৬ কোটি ১২ লাখ টাকা এবং বিএসআরএম’র দেওয়া ২ কোটি ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স