ঢাকা | বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ঢাকা, ১৮ জুন: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন 'ফিরোজা'য় ফিরেছেন।

গতকাল বুধবার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন।

পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

উল্লেখ্য, প্রায় চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন। ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স