রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ, আটক ৩
ঢাকা, ১৯ জুন: রাজধানীতে অভিযান চালানোর সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, লালবাগ ডিবি পুলিশের এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন।
অভিযানের সময় পুলিশের ওপর হামলা
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছিল। এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে, গাড়িতে থাকা মাদক কারবারিরা তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএসআই আতিকের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ডিবি পুলিশের গুলিবিদ্ধ দুই সদস্যকে রাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত এএসআই আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক।