ঢাকা | বঙ্গাব্দ

ইরানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরান-ইসরায়েল সংঘাত: ইরানে আটকা পড়া নাগরিকদের উদ্ধারে ভারতের 'অপারেশন সিন্ধু' শুরু

নয়াদিল্লি, ১৯ জুন: চলমান ইরান-ইসরায়েল সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত, ঠিক সেই সময়ে ইরানে আটকা পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে 'অপারেশন সিন্ধু' নামে একটি কর্মসূচি শুরু করেছে ভারত সরকার। এই খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতকাল বুধবার (১৮ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে।


১১০ জন শিক্ষার্থীকে আর্মেনিয়া হয়ে দেশে ফেরানো হচ্ছে

বিবৃতিতে বলা হয়েছে, প্রথম পদক্ষেপে ভারতীয় দূতাবাস গত ১৭ জুন ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে দিয়েছে। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। তারা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এবং আজ বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন।

মূলত ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটিতে বর্তমানে ৪ হাজারেরও অধিক ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের প্রায় অর্ধেকই শিক্ষার্থী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স