ইসরায়েলের দাবি: তেহরানে পুলিশ সদর দফতর ধ্বংস, রেড ক্রিসেন্টসহ পারমাণবিক স্থাপনায় হামলা
তেহরান, ১৯ জুন: চলমান সংঘাতে ইরানের রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। গতকাল বুধবার (১৮ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করে। বার্তাসংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
একই রাতে ইসরায়েল তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবী সংস্থাটির কার্যালয় বিধ্বস্ত হয় এবং ভবনটিতে আগুনের খবরও পাওয়া যায়।
ইরানের পারমাণবিক স্থাপনা ও ৬০টি স্থানে ইসরায়েলি হামলা
ইসরায়েল এই সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। ইস্ফাহান, সিরাজ, এবং কেরমান শাহ অঞ্চলগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল। কারাজ শহর ও এর কাছাকাছি বিমানবন্দরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল বুধবার একদিনেই ইরানের ৬০টি স্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। তারা তেহরানের সেন্ট্রিফিউজ ও অ্যান্টি-ট্যাংক মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংস করার দাবিও করেছে।
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা অব্যাহত
অন্যদিকে, ইসরায়েলজুড়ে ইরানের হামলাও অব্যাহত রয়েছে। রাতভর দেশটির বিভিন্ন শহরে সাইরেনের আওয়াজ শোনা গেছে। দখলকৃত জেরুজালেমও ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে।