সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন: নিয়মিত অনুষ্ঠান বাদ দিয়ে বিক্ষোভের ভিডিও প্রচার
তেহরান, ১৯ জুন: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। গতকাল বুধবার (১৮ জুন) রাতে চ্যানেলটি হ্যাক করা হয় বলে তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও এই খবর নিশ্চিত করেছে।
'ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং'-এর (আইআরআইবি) এক বিবৃতিতে বলা হয়েছে, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে তেল আবিব (ইসরায়েল) হস্তক্ষেপ করেছে। বেশ কিছুক্ষণ ধরে নিয়মিত অনুষ্ঠানের বদলে ইরানের পুরোনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও প্রচার করা হয়।
স্যাটেলাইট ট্রান্সমিশনে শত্রুর আগ্রাসনের অভিযোগ
রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানায়, স্যাটেলাইট ট্রান্সমিশনে যদি কোনো বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা যায়, তাহলে বুঝতে হবে এটি শত্রুপক্ষের আগ্রাসন।
এর আগে, লাইভ সংবাদ প্রচারের সময় ইসরায়েলের হামলায় এই টেলিভিশন ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একইসাথে, গত মঙ্গলবার ইরানের সবচেয়ে পুরোনো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়।