নীলফামারীতে বাড়ি থেকে ১০ ফুট গাঁজার গাছ জব্দ, মালিকের অস্বীকার
নীলফামারী, ১৯ জুন: নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
সেনা-পুলিশের যৌথ অভিযান ও গাছ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রনজিৎ দাস নামের এক ব্যক্তির বসতভিটা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ছিল ১০ ফুটেরও বেশি, আর অপরটি ছিল ছোট আকৃতির।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ। তবে, বাড়ির মালিক রনজিৎ দাস দাবি করেছেন, তিনি জানতেন না গাছ দুটি গাঁজার।
স্থানীয়দের বিস্ময় ও সুষ্ঠু তদন্তের দাবি
নিজের বসতভিটায় গাঁজার গাছ দেখে বিস্মিত হয়েছেন স্থানীয়রা। এ সময় এলাকার ইউপি সদস্য ও প্রতিবেশীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ রায় জানান, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।