ঢাকা | বঙ্গাব্দ

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার

বরিশাল, ১৯ জুন: বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


রাজনৈতিক প্রেক্ষাপট ও উত্থান

জানা যায়, জসিম উদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছিলেন। হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের সময় নগরীর সিঅ্যান্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন।

ওসি মিজান আরও জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই জসিম উদ্দিন আত্মগোপনে চলে গিয়েছিলেন। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাগরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি মিজান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স