ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে ইরানে আটক ১৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে ১৮ ইরানি নাগরিক আটক

তেহরান, ১৯ জুন: ইসরায়েলের জন্য ড্রোন তৈরি ও নকশার অভিযোগে ইরান ১৮ জন নাগরিককে আটক করেছে। তাদের সবাইকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তামাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।


ওয়ার্কশপের আড়ালে নজরদারি ও আত্মঘাতী ড্রোন তৈরির অভিযোগ

আইআরজিসি আটককৃতদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য ড্রোনের নকশা তৈরি এবং উৎপাদনের অভিযোগ এনেছে। সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় ওয়ার্কশপের আড়ালে তারা নজরদারি (সার্ভিলেন্স) এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিল।

এর আগে, ইসরায়েলের (তেল আবিব) সঙ্গে সংঘাত শুরুর পর ইরানি কর্তৃপক্ষ বেশ কয়েকজন মোসাদ এজেন্টকেও আটক করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স