ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ওয়াশিংটন ডি.সি., ১৮ জুন: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। গতকাল বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


রোহিঙ্গা সংকট, শুল্ক ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা

বৈঠকে রোহিঙ্গা সংকট, দুই দেশের চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এই সময় ক্রিস্টোফার ল্যান্ডো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাসও দেন।


শুল্ক চুক্তি নিয়ে সহকারী বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ আলোচনা

পরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডান লিঞ্চের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স