ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন, চূড়ান্ত নির্দেশ এখনো নয়: ওয়াল স্ট্রিট জার্নাল
ওয়াশিংটন ডি.সি., ১৯ জুন: ইরানের ওপর সামরিক হামলার একটি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতিগত অনুমোদন দিয়েছেন।
পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণেই ট্রাম্পের অপেক্ষা
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ট্রাম্প এই সিদ্ধান্তের বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেন। এতে জানানো হয়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা, তা শেষ পর্যন্ত দেখতেই ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন।
ফোর্দো পারমাণবিক কেন্দ্রই মূল লক্ষ্যবস্তু
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সেনা উপস্থিতি বাড়ানোরও ঘোষণা দিয়েছিল।