মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ সদস্যের নতুন কন্টিনজেন্ট মোতায়েন
ঢাকা, ১৯ জুন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (MINUSCA) বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) ১২৫ জন সদস্যের একটি নতুন কন্টিনজেন্ট প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) করে তারা সিএআর-এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
কর্মকর্তাদের বিদায় ও মোনাজাত
সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ তাদের বিদায় জানান। এ সময়, শান্তিরক্ষীরা ভবিষ্যতে যেন আরও দক্ষতা ও উৎকর্ষ অর্জন করতে পারেন, এই কামনা করে বিমানবন্দরে বিশেষ মোনাজাত করা হয়। বিমানবাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান।
বিমানবাহিনী প্রধানের দিকনির্দেশনা
এর আগে, গত সোমবার বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই কন্টিনজেন্টের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেসময় তিনি মিশনটিতে সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।