ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা, ১৯ জুন: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় ডিবি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।


কোন মামলায় গ্রেফতার, নিশ্চিত নয় ডিবি

কোন মামলায় শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাকে বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে।


শামসুল আলমের পরিচিতি

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন শামসুল আলম। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থনীতিতে তার অবদানের জন্য তিনি একুশে পদকও পেয়েছিলেন।

ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন। ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে ছুটি নিয়ে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স