ঢাকা | বঙ্গাব্দ

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

আড়াই কোটি ইউরোতে বার্সেলোনায় এস্পানিওলের গোলরক্ষক হুয়ান গার্সিয়া

বার্সেলোনা, ১৯ জুন: স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া ছয় বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে আড়াই কোটি ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে এই ফুটবলারকে দলে টেনেছে লা লিগা চ্যাম্পিয়নরা।


শুক্রবার চুক্তি স্বাক্ষর, ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২০ জুন) হুয়ান গার্সিয়া আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন। তার চুক্তির মেয়াদ ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।


এস্পানিওলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ও ইতিহাস সৃষ্টি

২০২৪ সালে এস্পানিওলকে লা লিগায় উন্নীত করতে এই গোলরক্ষক বড় অবদান রাখেন। গত ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয়সহ বেশ কিছু ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়।

বার্সেলোনায় যোগ দিয়ে গার্সিয়া একটি ইতিহাসও তৈরি করেছেন। গত ৩১ বছরের মধ্যে তিনিই প্রথম ফুটবলার, যিনি এস্পানিওল থেকে সরাসরি বার্সেলোনায় এসেছেন।

গার্সিয়াকে নিয়ে বার্সেলোনার মূল দলের গোলরক্ষকের সংখ্যা দাঁড়ালো চারজনে। দলে আগে থেকেই রয়েছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ভয়চেখ শেজনি এবং ইনিয়াকি পেনিয়া।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স