যশোরে কোভিড-১৯ এ দুইজনের মৃত্যু: ৫ দিনে শনাক্ত ৩ জন, আইসিইউতে চিকিৎসাধীন আরও ৩ জন
যশোর, ১৯ জুন: যশোরে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় তিনজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে দুইজনেরই মৃত্যু হলো। এছাড়া, আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিচয় ও মৃত্যুর বিবরণ
নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) এবং মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)।
বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন এবং দিবাগত রাত ১২টার দিকে ইউসুফ হোসেন মারা যান।
ইউসুফ হোসেনের মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
যবিপ্রবিতে প্রস্তুত আরটিপিসিআর ল্যাব
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, কিট পেলেই পরীক্ষা শুরু করা যাবে।