ঢাকা | বঙ্গাব্দ

ইরান ইস্যুতে না জড়াতে নিউইয়র্কে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

নিউইয়র্ক, ১৯ জুন: ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না থাকার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনেও একই দাবিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


সামরিক সহায়তা ও প্রত্যক্ষ সম্পৃক্ততার বিরোধিতা

বিক্ষোভকারীরা জানান, ইরানে ইসরায়েলি বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান, যাতে যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি সম্পৃক্ত না হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও স্লোগান

সামাজিক মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করছেন। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানান।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, 'ইরানে নাক গলিও না' এবং 'গণহত্যায় অর্থায়ন বন্ধ কর'। এই বিক্ষোভে গাজায় গণহত্যা বন্ধের দাবিতেও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স