ঢাকা | বঙ্গাব্দ

পৃথক সচিবালয়ের বিষয়ে ২২ জুন টার্নিং পয়েন্ট হয়ে থাকবে: প্রধান বিচারপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়: ২২ জুন টার্নিং পয়েন্ট হবে - প্রধান বিচারপতি

ঢাকা, ১৯ জুন: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মন্তব্য করেছেন যে, আগামী ২২ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে হতে যাওয়া সম্মেলনে বিচার বিভাগের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বক্তব্য আরও জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি মনে করেন, ওই দিনটি বিচার বিভাগের জন্য একটি 'টার্নিং পয়েন্ট' হয়ে থাকবে।


সুপ্রিম কোর্টের নতুন ভবন পরিদর্শনে প্রধান বিচারপতি

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স কোর্ট বিল্ডিং পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর বিল্ডিংয়ের কিছু কোর্ট বারের আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে এবং সেসব কোর্ট এনেক্স ভবনে স্থানান্তরের কাজ চলছে।

তিনি আরও বলেন, আগামী ২২ জুন পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে। এই বিষয়টি নিয়ে ওই দিন বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স