জামায়াতের আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও সহযোগিতা নিয়ে আলোচনা
ঢাকা, ১৯ জুন: বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশের স্থিতিশীলতা ও জামায়াতের ভূমিকা
বৈঠক শেষে জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, দেশে স্থিতিশীলতা আনতে সরকার ও জামায়াত যৌথভাবে কাজ করছে। বৈঠকে ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে, তাও বৈঠকে তুলে ধরা হয়। গার্মেন্টস ও ওষুধ শিল্পকে এগিয়ে নিতেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
জার্মানির পক্ষ থেকে নির্বাচন ও উন্নয়নে সহযোগিতার আশ্বাস
এ সময় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, জার্মানি বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জার্মানি সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া, বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।