ঢাকা | বঙ্গাব্দ

আদালত ভবন থেকে পালালো হত্যা মামলার আসামি শরিফুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঢাকা জজ আদালতের সিঁড়ি থেকে হত্যা মামলার আসামি পলায়ন

ঢাকা, ১৯ জুন: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে শরিফুল ইসলাম নামে এক হত্যা মামলার আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই ঘটনা ঘটে।


যেভাবে পালানোর ঘটনা ঘটলো

জানা গেছে, আজ বৃহস্পতিবার খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় আসামি শরিফুলকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ১১টা ৩৯ মিনিটে বিচারিক কার্যক্রম শেষে পুলিশ সদস্য শহিদুল্লাহ চারজন আসামিকে আদালতের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আচমকা দৌড়ে পালিয়ে যায় শরিফুল।


পলাতক শরিফুলের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

ঘটনার পর থেকে শরিফুলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। তবে, এই বিষয়টি নিয়ে প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স