আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: ড. মঈন খান
ঢাকা, ১৯ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
'আওয়ামী লীগ জনগণের দল ছিল না'
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘সাদা দল’ আয়োজিত এই সেমিনারে ড. মঈন খান বলেন, "বিগত সরকার জনগণের দল ছিল না। জনগণের প্রতি আস্থা না রেখে তারা ক্ষমতা কুক্ষিগত করেছিল।" সেমিনারে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতার শিক্ষা দর্শন ও তার নানা কর্মসূচী তুলে ধরেন।
'আওয়ামী লীগ ক্ষমতা দখল করে দুর্নীতি করেছে, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি করেছিলেন'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, "আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখে দেশজুড়ে দুর্নীতি করেছিল।" তিনি আরও বলেন, "৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতনির্ভর। জিয়াউর রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি করেছিলেন," এমনটাই জানান বক্তারা।