ঢাকা | বঙ্গাব্দ

একদিনে আরও ৭২ ফিলিস্তিনির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজায় ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা: একদিনে নিহত ২৯, মোট প্রাণহানি ৭২

গাজা, ১৯ জুন: ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় আবারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ ফিলিস্তিনি গতকাল বৃহস্পতিবারের (১৮ জুন) হামলায় পুরো গাজাজুড়ে প্রাণহানির সংখ্যা কমপক্ষে ৭২ জনে দাঁড়িয়েছে।


মধ্য গাজায় শতাধিক আহত, শরণার্থী শিবিরেও হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আক্রমণে মধ্য গাজার শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলের বহু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আল-মাওয়াসি শরণার্থী শিবিরে নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, মাঘাজি শরণার্থী শিবিরে আইডিএফের হামলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের সবাই নিহত হয়েছেন। সামান্য খাবারের আশায় থাকা নিরপরাধ গাজাবাসীদের ওপর এই নির্বিচার বর্বরতা চালানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স