ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

ব্যাংকিং খাতে সংস্কার ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে ৯০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকা, ১৯ জুন: বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কার ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একইসাথে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও ৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি। আজ বৃহস্পতিবার এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক এই তথ্য জানিয়েছেন।


ব্যাংকিং খাতের সমস্যা দূরীকরণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন

সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে এডিবি কাজ করবে। এর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি হবে।


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা ও সমন্বিত উদ্যোগ

এডিবি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে এবং এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নও করবে এডিবি। এই খাতে ফরাসি উন্নয়ন সংস্থা এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) আরও অর্থায়ন করবে।

এডিবির অর্থনীতিবিদ সমীর খাতিওয়াদা জানান, এই কর্মসূচি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে। তিনি আরও মন্তব্য করেন যে, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স