৫ আগস্টকে 'ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস' ও সরকারি ছুটি ঘোষণা
ঢাকা, ১৯ জুন: এখন থেকে প্রতি বছর ৫ আগস্টকে 'ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১ জুলাই থেকে শুরু হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচি
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে এবং তা ৫ আগস্ট পর্যন্ত চলবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে স্বায়ত্তশাসনের পরিকল্পনা
সাংস্কৃতিক উপদেষ্টা নিশ্চিত করেন, উপদেষ্টা পরিষদের আগামী রোববার (২২ জুন) বৈঠকে ৫ আগস্টকে 'ছাত্র-জনতার আন্দোলন দিবস' হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তাভাবনা চলছে জানিয়ে ফারুকী বলেন, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।