ঢাকা | বঙ্গাব্দ

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে: উপদেষ্টা ফারুকী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

৫ আগস্টকে 'ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস' ও সরকারি ছুটি ঘোষণা

ঢাকা, ১৯ জুন: এখন থেকে প্রতি বছর ৫ আগস্টকে 'ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।


১ জুলাই থেকে শুরু হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচি

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে এবং তা ৫ আগস্ট পর্যন্ত চলবে। এই কর্মসূচির বিস্তারিত আগামী সোমবার জানানো হবে। তিনি আরও বলেন, ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে এবং আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই এই কর্মসূচিগুলো সাজানো হবে।


রাষ্ট্রীয় গণমাধ্যমকে স্বায়ত্তশাসনের পরিকল্পনা

সাংস্কৃতিক উপদেষ্টা নিশ্চিত করেন, উপদেষ্টা পরিষদের আগামী রোববার (২২ জুন) বৈঠকে ৫ আগস্টকে 'ছাত্র-জনতার আন্দোলন দিবস' হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতারবিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তাভাবনা চলছে জানিয়ে ফারুকী বলেন, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স