'দক্ষিণ সিটিতে নাগরিকসেবা বাধাগ্রস্ত হচ্ছে, চুপ থাকার পরিস্থিতি নেই': এলজিআরডি উপদেষ্টা
ঢাকা, ১৯ জুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যেভাবে নাগরিকসেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, তাতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে ৪৪টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেনের শপথ বিতর্ক ও সিটি করপোরেশনের স্থবিরতা
উপদেষ্টা জানান, ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সৃষ্ট সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে। তিনি বলেন, "সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে এবং এই ইস্যুতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সেবা নিয়ে উদ্বেগ
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে। এরপরও মন্ত্রণালয় নাগরিক সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান।