ঢাকা | বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে কি উদাসীন বিসিবি?

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি'র নীরবতা: শ্রীলঙ্কা ও অন্যদের থেকে কেন পিছিয়ে?

ঢাকা, ১৯ জুন: সামাজিক মাধ্যমের এই যুগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) যখন ফেসবুক ও ইউটিউবে নিত্যনতুন ও ভিন্নধর্মী কনটেন্টে সরব, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অনেকটাই নিষ্প্রভ। বিসিবি'র ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও আপলোড হয়েছে প্রায় এক মাস আগে, আর তাদের ফেসবুক পেজ সীমাবদ্ধ থাকছে কেবল ম্যাচের ছবি ও প্রেস কনফারেন্সের ভিডিওতে।


শ্রীলঙ্কা ক্রিকেটের সক্রিয়তা ও ফ্যান এনগেজমেন্ট

সম্প্রতি গলে বাংলাদেশের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সম্মান জানাতে লঙ্কান ক্রিকেট বোর্ড কোনো কমতি রাখেনি। স্টেডিয়ামের চারপাশ প্ল্যাকার্ড ও ব্যানারে ছেয়ে ছিল ম্যাথিউসের বিদায় বার্তায়। শুধু মাঠেই নয়, প্রায় চার মিলিয়ন ফলোয়ারের শ্রীলঙ্কা ক্রিকেট নামের ফেসবুক পেজটিও বেশ সক্রিয়। এখানে ম্যাচের ছবি ও ভিডিও ছাড়াও দেখা মেলে ভিন্নধর্মী নানা কনটেন্টের।

যেমন, লঙ্কান ক্রিকেটের ক্যামেরায় ফ্রেমবন্দি হন ম্যাচ কভার করতে ব্যস্ত ফটোগ্রাফাররা; আবার ক্রিকেটারদের বিশেষ কোনো দিন বা মুহূর্ত, সাবেক ক্রিকেটারদের বার্তা কিংবা গণমাধ্যমকর্মীদের ছোট ছোট বক্তব্য দিয়ে সাজানো হয় বিভিন্ন কনটেন্ট। নিজেদের ঐতিহ্যসহ আরও অনেক ভিন্নধর্মী কিছুই দেখা যায় লঙ্কান ক্রিকেটের পেজে।


বিসিবি'র নিষ্ক্রিয়তা ও সমর্থকদের হতাশা

এর বিপরীতে, বিসিবি'র পেজে খেলার ছবি আর প্রেস কনফারেন্সের পর্ব ছাড়া খুব একটা সক্রিয়তা নেই বললেই চলে। ভিন্নধর্মী কনটেন্ট কিংবা খেলার বাইরের ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের দেখা মেলে কালেভদ্রে। শুধু ফেসবুকই নয়, ইউটিউবেও লঙ্কান ক্রিকেট বেশ সক্রিয়, যেখানে প্রতিদিনই নতুন নতুন কনটেন্ট আপলোড হয়। সেখানে বিসিবি'র ইউটিউব চ্যানেলে গত মাসে কোনো কনটেন্টই দেখা যায়নি!


প্রশ্ন উঠছে বিসিবি'র ভূমিকা নিয়ে

ফেসবুক কিংবা ইউটিউব—দেশের ক্রিকেটপ্রেমী সমর্থকদের চোখ সবসময়ই এসব প্ল্যাটফর্মে থাকে। সামাজিক মাধ্যমের এই যুগে দর্শকদের সেই চাহিদা কি পূরণ হচ্ছে? আফগানিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর ক্রিকেটের অফিসিয়াল পেজে কেন ভিন্নধর্মী কাজ হয় না? যেখানে ধুঁকে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা শ্রীলঙ্কার মতো দ্বীপ দেশটিতেও এর জন্য আছে আলাদা বিভাগ, সেখানে অর্থনৈতিকভাবে শীর্ষদের মাঝে থাকা বিসিবি কেন পিছিয়ে? এমন প্রশ্ন উঠছে, কিন্তু এর কোনো উত্তর নেই।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স