যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়, ভারত-পাকিস্তান আলোচনার ভিত্তিতেই যুদ্ধবিরতি': মোদি
নয়াদিল্লি, ১৯ জুন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন যে, পেহেলগাম ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়, বরং দুই দেশের আলোচনার ভিত্তিতেই হয়েছে।
পাকিস্তানের অনুরোধে বৈঠক, ভারতের মধ্যস্থতা প্রত্যাখ্যানের নীতি
বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি শুধুমাত্র দুই দেশের আলোচনার মাধ্যমেই সম্ভব হয়েছে এবং পাকিস্তানের অনুরোধেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ভারত কখনও মধ্যস্থতা মেনে নেয়নি, এখনও নেয় না এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না।
পেহেলগাম হামলা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত মে মাসে পেহেলগামে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।