গণ-অভ্যুত্থানের বার্ষিকীর আগেই ঘোষণাপত্র তৈরির লক্ষ্য সরকারের: প্রেস সচিব
ঢাকা, ১৯ জুন: গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই সরকার একটি ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে 'জুলাই ঘোষণাপত্র' কমিটি
শফিকুল আলম জানান, আগামী ৫ আগস্টের আগে 'জুলাই ঘোষণাপত্র' তৈরির জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। কমিটি বিভিন্ন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।
গণমাধ্যমের লাইসেন্স ও রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের স্বায়ত্তশাসন
তিনি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে যে, অতীতে একটি নির্দিষ্ট দলকে সমর্থন করার জন্য গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হতো। সেই লাইসেন্সগুলো দেওয়ার প্রক্রিয়া তদন্ত করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে লাইসেন্স প্রদানের নীতিমালা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের স্বায়ত্তশাসনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।