ঢাকা | বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়’, খামেনির ঘোষণায় ইরানিদের উল্লাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবির ক্যাপশন:

'যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়' খামেনির ঘোষণায় ইরানে গণজোয়ার; যুক্তরাষ্ট্রেও যুদ্ধবিরোধী বিক্ষোভ

তেহরান, ১৯ জুন: 'যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপস নয়'—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এমন ঘোষণায় উল্লাসে ফেটে পড়েছেন দেশটির নাগরিকরা। বুধবার (১৮ জুন) রাতে তেহরানের সড়কে ইরানের জাতীয় পতাকা হাতে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। রাজধানী তেহরানসহ অন্যান্য স্থানে গাড়ির বহর নিয়ে উচ্ছ্বসিত ইরানিরা রাস্তায় নেমে আসেন।


খামেনির যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় জাতীয়তাবাদী জাগরণ

মোটরসাইকেল, পিকআপ কিংবা গাড়িতে চড়ে তারা পুরো শহর প্রদক্ষিণ করেন। আনন্দ-স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। আয়াতুল্লাহ আলি খামেনি কোনো দেশের কাছে আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বোচ্চ নেতার এই ঘোষণায় যেন পুরো ইরানে এক গণজোয়ার নেমে এসেছে এবং জাতীয়তাবাদী চেতনায় নতুন করে জেগে উঠেছে ইরানিরা।


যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী সুর

এদিকে, ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন এবং তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়।

ইসরায়েলের ইরানে হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনেও যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স