ইরানের প্রতিটি সেক্টরকে 'দেশের জন্য কাজ করার' নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
তেহরান, ১৯ জুন: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সরকারের প্রতিটি সেক্টরকে 'ইরানের জন্য কাজ করার' নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
"কঠিন দিনগুলো কাটিয়ে উঠব"
মাসুদ পেজেশকিয়ান বলেন, "সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।" তিনি আরও বলেন, "সৃষ্টিকর্তার কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।"
ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা: নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা, তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র
এদিকে, ইরানের আহমেদাবাদের কাছে অবস্থিত নাতানজ পারমাণবিক স্থাপনায় (শহীদ আহমাদি রোশন পারমাণবিক স্থাপনা) হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।
অন্যদিকে, ইসরায়েলের তেল আবিবও হামলার শিকার হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলোন শহরে তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।