ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগের ট্যানারি কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার হাজারীবাগে শনিবার (২১ জুন) গভীর রাতে তিনটি ট্যানারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে বাশার লেদার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের ইউসুফ লেদার ও ফেনী লেদার কারখানায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী কারখানার শ্রমিকরা নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ২টার দিকে প্রথমে দুটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে দমকল কর্মীদের বেগ পেতে হয়।

হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর না থাকলেও কারখানাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত শ্রমিকদের কারণে আগুন লাগতে পারে। কারখানায় কেমিকেল ও প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স