আজই ইসি'তে নিবন্ধনের জন্য আবেদন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ঢাকা, ২২ জুন: অবশেষে আজ, রবিবার (২২ জুন), নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, আজই আবেদন ফরম জমা দেওয়া হবে। গত রাত পর্যন্ত এনসিপি'র সদস্যরা এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।
চার মাস পর ইসিতে আবেদন
গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত এই দলটির আত্মপ্রকাশ ঘটেছিল গত ২৮ মে। প্রতিষ্ঠার চার মাস পেরিয়ে গেলেও এতদিন দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে কিছু রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছিল।
দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় প্রয়োজন হয়, যার মধ্যে জেলা-উপজেলায় কমিটি গঠনও অন্তর্ভুক্ত। এসব প্রক্রিয়া সম্পন্ন করেই এনসিপি এখন নিবন্ধনের জন্য আবেদন করতে প্রস্তুত। তিনি বলেন, "দলের জেলা-উপজেলা কমিটি, অফিস ও কার্যকর অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি সেগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী—নিবন্ধন জমা দেওয়ার ব্যাপারে যেসব শর্ত পূরণ করার দরকার, সেগুলো করতে পেরেছি।"
নির্বাচনী প্রতীক ও স্থায়ী ঠিকানা
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে আখতার হোসেন আরও বলেন, "মূলত আমরা ৫/৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।" যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব যোগ করেন, নতুন ক্যাম্পেইনের মাধ্যমে 'কলম', 'বই'সহ অনেক প্রতীকের পরামর্শ এসেছে এবং তাদের রেজিস্ট্রেশন দল যাচাই-বাছাই করছে। শেষ মুহূর্তে হয়তো চূড়ান্ত প্রতীক নির্বাচন করা হবে।
দলটির স্থায়ী ঠিকানার ব্যাপারে আখতার হোসেন বলেন, "এনসিপি ও রূপায়ণ টাওয়ারের মালিকপক্ষের মধ্যকার এক বছরের জন্য চুক্তির আওতায় ভবনটি এনসিপির অফিস হিসেবে বিবেচিত হবে।" আদীবও নিশ্চিত করেন যে, রূপায়ণ টাওয়ারের একটি ফ্লোর তারা চুক্তিবদ্ধ করেছেন এবং নিবন্ধনের জন্য এক বছরের চুক্তি করা হয়েছে।
দলীয় গঠনতন্ত্র ও নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া
ইতিমধ্যেই এনসিপি তাদের সাধারণ সভার মাধ্যমে খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এনসিপি'র জাতীয় কাউন্সিলে দল ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা, জেলা ও সমমর্যাদার ইউনিট থেকে ৫ জন করে এবং থানা পর্যায় থেকে ২ জন করে সদস্য থাকবেন। তারাই ভোটের মাধ্যমে এনসিপি'র দুই শীর্ষ নেতৃত্ব বাছাই করবেন।